(বাক) এর সহযোগিতায় সিলেট সালুটিকর বাজারে “কলের গাড়ি”র ত্রান বিতরণ
বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর সহযোগিতায় সিলেটের সালুটিকর বাজার এলাকার বন্যাদুর্গত মানুষদের মধ্যে “কলের গাড়ি”র ত্রান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২৮) জুলাই দুপুরে সালুটিকর বাজারে এ ত্রান বিতরণ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমদ মিশু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এর পরিচালনায়
এসময় উপস্হিত ছিলেন জালালাবাদ অ্যসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, যুক্তরাষ্ট্র প্রবাসী মুকুল হক ,সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর শামসুল বাসিত শেরো, ফারজানা সুমি ,কুয়াশা,মাসুম,শান্ত,বিশাল বিমল ও খলিলসহ নাট্যকর্মী বৃন্দ।
Related News
ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস -লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ
লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেছেন, ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস। ভ্রমণ সাহিত্যRead More
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কমিটির অনুমোদন
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরবের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)Read More

