সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আরো দুইজন আহত হয়েছেন।
বুধবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে সিলেট ঢাকা মাহাসড়কের উপজেলার তাজপুর বাজারে এই দূর্ঘটনা ঘটে।
নিহত এনাম বক্স উপজেলার উসমানপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ছালিক বক্সের পুত্র।
জানা গেছে, উপজেলার তাজপুর বাজারে মহাসড়কের উপর বালু রাখার কারণে এবং সেই বালু ট্রাকে তোলায় রাস্তা সরু হয়ে যায়। এসময় সিলেটগামী একটি মাইক্রোবাস ও গোয়ালবাজারগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটে। দূর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন আহত হন।
আহতরা হলেন- রানী আক্তার, শাহজাহান মিয়া ও এনাম বক্স। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সদস্যরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনাম বক্স মৃত্যু বরণ করেন।
তামাবিল হাইওয়ে পুলিশের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত (ওসি) পরিমল চন্দ্র দেব দূর্ঘটনায় এনাম বক্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More