Main Menu

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশের টাইগাররা

গ্রস আইলেটের ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ টাইগাররা প্রথম ব্যাটিং করবে।

সিরিজ বাঁচাতে হলে সেন্ট লুসিয়ায় আজ (শুক্রবার) থেকে শুরু এই টেস্টে জিততেই হবে টাইগারদের। সেই লক্ষ্য মাথায় রেখে মাঠে নামছে সাকিব আল হাসানের দল।

২০০৪ সালে প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে সেবার সেন্ট লুসিয়ায় প্রথম টেস্টে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল টাইগাররা।

ওই টেস্টে হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ রফিক এবং খালেদ মাসুদ পাইলটের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ‘ড্র’ করেছিল বাংলাদেশ। কোনো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে টাইগারদের ওটাই ছিল প্রথম ড্র করার ঘটনা।

সেন্ট লুসিয়ায় ১৮ বছর আগে খেলা সেই টেস্ট ম্যাচটিই এবার অনুপ্রেরণা হয়ে এসেছে সাকিব আল হাসান বাহিনীর সামনে। এছাড়া ২০০৯ সালে সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারানোর প্রেরণা তো আছেই।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *