অস্তিত্বহীন দলের সঙ্গে বৈঠক করা বিএনপির দেউলিয়াত্ব: তথ্যমন্ত্রী

বিএনপি যেসব দলের সঙ্গে বৈঠক করছে তাদের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, অস্তিত্বহীন দলের সঙ্গে বৈঠক করে বিএনপি একটি সংবাদ পরিবেশন করেছে মাত্র। অস্তিত্বহীন দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বটাই প্রকাশ পাচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এ আয়োজন করা হয়। এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানববন্ধনের উদ্দেশে রওনা হয়ে পথে যানজটে পড়েন মন্ত্রী। পরে বন্দর থানা পুলিশের এক কর্মকর্তা মোটরসাইকেলে মন্ত্রীকে জামালখানের প্রেস ক্লাবের সামনে পৌঁছে দেন।
উত্তর জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদিকা শামীমা হারুন লুবনার সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বাসন্তী প্রভা পালিত, মহিলা আওয়ামী লীগের নেত্রী সৈয়দা রিফাত আকতার নিশু, রেহেনা ফেরদৌস, খালেদা আক্তার চৌধুরী, রোকসানা নাছরিন, ফাতেমা বেগম, পাপড়ি সুলতানা, রেজোয়ানা শারমিন ও রাহেলা বেগম রেখা।
Related News

অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার ওপরRead More

কী আছে জুলাই ঘোষণাপত্রে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্যাপন’Read More