রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত এ এইচ এম ফয়সাল

২০২৪-২৫ রোটারি বর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হয়েছেন রোটারিয়ান এ এইচ এম ফয়সাল। রোববার (২৯ মে) রাতে রোটারি ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে ভোটের ফলাফলের মাধ্যমে ফয়সালকে গভর্নর ঘোষণা করে।
তিনি রোটারি ক্লাব অব সিলেট সুরমার পাস্ট প্রেসিডেন্ট এবং বেসরকারি সংস্থা সিলেট যুব একাডেমির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন।
রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের ২০২৪-২৫ রোটারি বর্ষের জন্য গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি। রোটারি ইন্টারন্যাশনাল এর তত্ত্বাবধানে রোটারি জেলা ৩২৮২ এর ক্লাব সমূহের প্রত্যক্ষ অনলাইন ভোটের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে তিনি ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হয়েছেন।
ইতিপূর্বে তিনি রোটারি জেলার জেলা সচিব, ট্রেনিং লিডার, ডেপুটি গভর্নর, এসিস্ট্যান্ট গভর্নর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং একজন সফল রোটারিয়ান হিসেবে বিভিন্ন পদক লাভ করেন ও পুরস্কারে ভূষিত হন।
এ এইচ এম ফয়সাল গর্ভনর নির্বাচিত হওয়ায় সিলেট, কুমিল্লা, ফেনী, নরসিংদী হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রাম অঞ্চলের রোটারি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিজ্ঞপ্তি
Related News

যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় বিপাকে পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলার পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় শিক্ষকRead More

অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মান আমাদের জাতীয় অঙ্গীকার, খাঁন মো. রেজা-উন-নবী
সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মো. রেজা-উন-নবী বলেছেন, শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলার সম্মিলনের প্রতীক। এই অনুষ্ঠানRead More