সেবায় ব্যাঘাত- ওসমানীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের ১১টি মোবাইল জব্দ
ব্যবস্থাপত্রের ছবি তোলা ও চিকিৎসা সেবায় ব্যাঘাতের অভিযোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে জব্দ করা হয় বলে হাসপাতালের সহকারি পরিচালক ডা. আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিক্রয় প্রতিনিধিরা প্রতিদিন হাসপাতালে প্রবেশ করে চিকিৎসকদের ব্যবস্থাপত্রের ছবি তুলে নেন। এতে রোগীর সমস্যার পাশাপাশি চিকিৎসায়ও ব্যাঘাত ঘটে। বারবার বলার পরও নির্দিষ্ট দিনে তারা প্রবেশ না করে প্রতিদিনই আসেন। এ অবস্থায় সোমবার তাদের মোবাইলগুলো জব্দ করা হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবিব জানিয়েছেন, সপ্তাহে শনি ও মঙ্গলবার ওষুধ কোম্পানিগুলোর রিপ্রেজেনটেটিভদের হাসপাতালে প্রবেশের অনুমতি রয়েছে। কিন্তু তারা প্রতিদিনই হাসপাতালে প্রবেশ করে চিকিৎসা কাজে সমস্যার সৃষ্টি করেন। এ অবস্থায় কর্তৃপক্ষের নির্দের্শে আমরা ১১ জনের মোবাইল ফোন জব্দ করেছি।
Related News
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত প্রতিবন্ধী ও অসহায় গরীব ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ওRead More
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আব্দুল মালেক মেম্বারের শোক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক মেম্বারRead More

