Main Menu

সিলেট সদরের বাদাঘাটে ত্রাণ বিতরণ করলেন পররাষ্ট্রমন্ত্রী

আকস্মিক বন্যায় সিলেটবাসীর দুর্দশা লাঘবের জন্য সরকারের পক্ষ থেকে  ত্রাণসহ সবধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।

বুধবার সিলেটে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ জনগণের যেকোনো দুঃসময়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগণের পাশে রয়েছেন। বন্যা কবলিত জনসাধারণকে প্রয়োজনীয় সবধরনের সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের এই আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যা যা করণীয় তা করা হবে এবং যত ত্রাণ প্রয়োজন হয় তা দেওয়া হবে।

সিলেটের বন্যা পরিস্থিতি দেখতে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের বাদাঘাট গিয়ে ত্রাণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস সেলিনা মোমেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ,  জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আজবাহার আলী শেখ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ শাহানুর, সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক, কান্দিগাঁও ইউপি সচিব তপন মজুমদার, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল মামুন শাহীন, ইউপি সদস্য মোঃ ইউসুফ আলী, আব্দুল জলিল, সাবাজ আহমদ, মুহিবুর রহমান, কাচা মিয়া, আব্দুল্লাহ আল মামুন,  মুক্তাদির আহমদ, মুজাম্মেল হক, খুশতেরা বেগম, ফারজানা আক্তার জেবী, রুমা আক্তার, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান সাধু, মমশর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ পররাষ্ট্রমন্ত্রীর পরিদর্শন কার্যক্রমের  ব্যবস্থাপনায় ছিলো কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *