বন্যায় সিলেটের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছাল
সিলেটে বন্যা পরিস্থিতির কারণে জেলাটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
ওই পরীক্ষা দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবার তৃতীয় ধাপের পরীক্ষার দিন আগামী ৩ জুন সেটিও অনুষ্ঠিত হবে।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ মে। এই ধাপে সিলেট জেলা অন্তর্ভুক্ত ছিল। কিন্তু জেলাটিতে বন্যা পরিস্থিতির কারণে সেটি পিছিয়ে তৃতীয় ধাপের পরীক্ষার দিন আগামী ৩ জুন নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বুধবার রাতে বলেন, সিলেটে বন্যার কারণে আগামী ২০ মের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩ জুন ওই জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২২ এপ্রিল। সম্প্রতি এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আগামী ২০ মে দ্বিতীয় এবং ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Related News
কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ফকু চৌধুরী
স্টাফ রিপোর্ট যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নিউইয়র্ক প্রবাসী বিশিষ্টRead More
ধান চাষে সময় ও শ্রম সাশ্রয়ে ব্রি স্যাটেলাইট স্টেশন, সিলেটের উদ্যোগ
রোববার (২৮ ডিসেম্বর) সকালে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, সিলেটেরRead More

