সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্মরণে সদর উপজেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল অনুষ্টিত
বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও সিলেট—১ আাসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত স্মরণে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকেলে টুকেরবাজারস্থ তেমুখি হাজি সুন্দর আলী জামে মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কান্দিগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন এর পরিচালনায় দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
সভায় বক্তারা বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও সিলেট—১ আসনের সংসদ সদস্য, মরহুম আবুল মাল আবদুল মুহিত এর কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জনিয়ে বলেন,সিলেট তথা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের মরহুম আবুল মাল আবদুল মুহিত এর অবদান ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। সভায় বক্তারা বলেন,আবুল মাল মুহিত ২০০১ সালে সরাসরি রাজনীতিতে আসার পর) ২০০১—২০০৮) সাল পর্যন্ত আওয়ামী লীগের দুর্দিনে সিলেটে দলের একজন অভিভাবক হিসেবে সকল সময় নেতাকর্মীদেরকে ছায়া দিয়ে মাঠে ময়দানে সর্বত্রে ছিলেন। এরপর তিনি সিলেট—১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে ১০ বছর (২০০৮—২০১৮) পর্যন্ত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী দায়িত্ব পালনকালে বাংলাদেশকে বিশ্ব দরবারে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েনে। তাঁর সুযোগ্য নেতৃত্বে সিলেট সদরে উপজেলায় উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে ঐতিহাসিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি পুরো উপজেলাকে আলোকিত করেছেন। তাঁর অবদান দলমত নির্বিশেষে সিলেট সদর উপজেলার মানুষ কৃতজ্ঞচিত্তে আজীবন স্মরণ রাখবে বলে তারা মন্তব্য করেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাউসা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আজিজ আহমদ। এতে মহান আল্লাহর কাছে মরহুমের মাগফেরাত কামনা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ চৌধুরী, মনোয়ার ইবনে রহমান, আফতাব উদ্দিন, মকসুদ আহমদ মকসুদ, আব্দুল হক, মাস্টার আব্দুস শুকুর, আনোয়ারুল হক,ফজলুল করিম ফুল মিয়া, আব্দুল আজিজ, এ এইচ এম মালিক ইমন, শাহজাহান আহমদ, আব্দুর রহমান খোরাসানী, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়া, চেয়ারম্যান হিরন মিয়া, চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক, আফতাব হোসেন সিরাজী, আমির আহমদ মোস্তফা, মনির মেম্বার, ইসলাম আলী মেম্বার, মোঃ নজির হোসেন, হাজী নজির হোসেন, এম এ হক, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মশাহিদ আলী, খাদিমনগর ইউনিয়ন সভাপতি তারা মিয়া, টুকেরবাজার ইউনিয়ন সভাপতি আফসা মিয়া, কান্দিগাঁও ইউনিয়ন সভাপতি আজম আলী, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, খাদিমনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল মালেক, খাদিমপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিলাল চেয়ারম্যান, টুকেরবাজার ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, মোগলগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক আশিক মিয়া মেম্বার, কান্দিগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্বা আমির আলী, আব্দুল করিম, হানিফ আলী, আসদ উল্লাহ, মতছির আলী, আওয়ামী লীগ নেতা আশ্রব আলী, টুকেরবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হাজী নেওয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা লয়লুছ চৌধুরী, জয়নাল আবেদীন, পারভেজ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোস্তফা উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম আহবায়ক আজাদুর রহমান সামাদ, মোঃ ফখরুল ইসলাম, প্রভাষক সেলিম আহমদ, সাবেক মেম্বার আব্দুল মজিদ, মানিক মিয়া, মুহিত আলম শফিক, গিয়াস উদ্দিন, নিজাম উদ্দিন, মঞ্জুর আলম, আব্দুস সালাম চৌধুরী, বুল বুল আহমদ, বর্তমান মেম্বারদের মধ্যে আল মামুন শাহীন, মুহিবুর রহমান, নেছার আলী, আব্দুল জলিল, সাবাজ আহমদ, মবশ্বির আলী, কামরান আহমদ,আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, আব্দুল মন্নান, নূরুল হক, মুক্তার হোসেন, মহিউদ্দিন, মন্তাজ আলী, আহমদ আলী, কয়েস আহমদ, আসই মিয়া, যুবলীগ নেতা বাদশা মিয়া, মোবারক হোসেন, আবুল হাসনাত, আবু সুফিয়ান, মুয়াজ্জিন হোসেন, আলমগীর হোসেন, আব্দুল আজিজ, আতাউর রহমান সাধু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ময়না মিয়া, নূর আহমদ, আবু বক্কর, আব্দুর রব, তাজ উদ্দিন, লায়েক আহমদ, খলিল আহমদ, লোকমান আহমদ, আব্দুল বাসিত, মহানগর ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক শহীদ আকিব অপু, ছাত্রলীগ নেতা বুরহান উদ্দিন রব্বানী, আল আমিন, সিহাব খান, মায়দুল ইসলাম মনোয়ার, রুমান আহমদ, শুয়েব আহমদ প্রমুখ।
Related News
সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মুজাহিদুর রহমান সামির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ মোজাহিদ সামির স্বদেশ সফর শেষে যুক্তরাজ্যRead More
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেট সদর উপজেলায় বিক্ষোভ মিছিল
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক পবিত্র ধর্ম ইসলাম ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিরRead More