আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে শামসুল ইসলাম টুনু মিয়ার শোক

সাবেক অর্থমন্ত্রী, বরণ্য ব্যক্তিত্ব, আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়া।
এক শোক বার্তায় তিনি বলেন, “অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে দেশের অর্থনীতির শক্তিশালী ভিত রচনায় আবুল মাল আবদুল মুহিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় আবুল মাল আব্দুল মুহিতের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
আওয়ামী লীগ সরকারে দুই মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী মুহিত ৮৮ বছর বয়সে শুক্রবার মারা যান।
গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই বর্ষীয়ান সদস্য।
শামসুল ইসলাম টুনু মিয়া বলেন, অর্থমন্ত্রী থাকাকালীন সময়ে আমি আমার ইউনিয়নে তার মাধ্যমে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আবুল মাল আবদুল মুহিতের কাছে যে কাজ নিয়ে যেতাম তা করিয়ে দিতে খুবই আন্তরিক ছিলেন।
আমি তার রূহের মাগফেরাত কামনা করছি, পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
Related News

ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতির বাবার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী সাঈদ আহমদ এর বাবা মুছব্বিরRead More

সদর উপজেলা জামায়াতের সাবেক আমির সুলতান খানের পিতার জানাযা সম্পন্ন
সিলেট সদর উপজেলা জামায়াতের সাবেক আমির যুক্তরাজ্য প্রবাসী সুলতান খানের পিতার প্রবীণ মুরব্বি ৭ নংRead More