Main Menu

আবুল মাল আবদুল মুহিতকে শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, জানাজা আলিয়া মাঠে কাল ২ টায়

সাবেক অর্থমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ভাষা সৈনিক ও সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি আবুল মাল আবদুল মুহিতের জানাজা আগামী কাল রোববার ২ টায় সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

এর আগে দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।

জানাজা শেষে সিলেট নগরীর রায়নগরস্থ পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (৩০ এপ্রিল) বিকালে সড়কপথে তাঁর মরদেহ সিলেটে আনা হবে।

আজ শনিবার বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর গুলশান আজাদ মসজিদে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। প্রথম জানাজা শেষে সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর সাড়ে ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।

শুক্রবার দিবাগত রাত ১২:৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান প্রবীণ অর্থনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত। তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন সিলেট-১ আসনের সাবেক এই সংসদ সদস্য।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *