জৈন্তাপুরে জেলা প্রশাসকের সাথে মত বিনিময়

সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে সকল বিভাগীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ১২ টায় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বিভিন্ন উন্নয়ন মুলক কাজের পরিদর্শনে আসেন ৷ তিনি পরিদর্শনের শুরুতেই জৈন্তাপুর মডেল থানায় মহিলা পুলিশ সদস্যদের জন্য নির্মিত ব্যারাক পরিদর্শন, লাল শাপলা বিলের বাঁধ পরিদর্শন, লক্ষীপুর রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ৷
বিকাল ২টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে ইউএনও বশিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ৷
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ, ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, ফখরুল ইসলাম, মো. সুলতান করিম, বাহারুল আলম বাহার, মো. রফিক আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরছালিন রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, মানবাধিকার কর্মী ফনি দে, রুহিনী রঞ্জন দে, মাষ্টার আব্দুল জলিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, ঝুটন চন্দ্র সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ৷
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সীমান্ত চোরাচালান, শ্রীপুর পাথর কোয়ারী ও সারী নদীর মামলা ভুক্ত সারী-১মামলা প্রত্যাহার, বিজিবি কর্তৃক নিরীহ মানুষদের উপর হয়রানী বন্ধ, বিজিবি কর্তৃক সীমান্ত চোরাচালান বাণিজ্যের চাঁদাবাজী বন্ধ করতে করতে, বন্যা দুর্গতদের সহয়তা প্রদান, বাঁধ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ বিষয়ে আলোচনা করেন ৷
জেলা প্রশাসক মুজিবর রহমান বলেন, দারিদ্রকে পুজি করে আবেগ তাড়িত হয়ে কোন প্রকার অবৈধ কাজ করা যাবে না ৷ সরকারের পক্ষ হতে যে সমুস্ত কাজকে অবৈধ ঘোষণা করা হয়েছে সে গুলোকে মানতে হবে ৷ জৈন্তাপুরের বিভিন্ন স্থানে চাষাবাদ যোগ্য আবাদি জমি অনাবাদি পড়ে রয়েছে সে গুলোকে কাজে লাগানোর অনুরোধ করেন ৷ কোয়ারী যেহেতু সরকারী নির্দেশনায় বন্দ রয়েছে সেখান হতে কোন বাহিনীর মদদে কিংবা অন্য কোন উপায়ে কাজ করা হতে বিরত থাকার আহবান জানান৷
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More