সদ্য পুলিশে সুপারিশকৃত সদস্যদের বাড়ীতে ফুল ও গাছের চারা নিয়ে হাজির পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ- সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন সদ্য পুলিশে সুপারিশকৃত সদস্যের ভেরিফিকেশনের সময় তাদের বাড়ীতে ফুল ও গাছের চারা নিয়ে হাজির নগর বিশেষ শাখা পুলিশ।
কোন প্রকার সুপারিশ ছাড়াই নিজ নিজ যোগ্যতার ভিত্তিতে পুলিশে সুপারিশ প্রাপ্তদের বাড়ী বাড়ী গিয়ে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করেন নগর বিশেষ শাখা পুলিশের এসআই মো. আফজাল হোসেন।
রোববার (১৭ এপ্রিল) বিকেলে এয়ারপোর্ট থানার ফতেগড় ও খাদিম চা বাগানে প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের বাড়িতে যান এবং তাদেরকে অভিনন্দন জানান। পুলিশে প্রাথমিক সুপারিশ প্রাপ্ত যারা হলেন, এয়ারপোর্ট থানাধীন ফতেগড় গ্রামের বীর মুক্তিযুদ্ধা আব্দুল জলিলের ছেলে জামাল উদ্দিন ও খাদিম চা বাগানের কুমেদ তন্তুবাই এর মেয়ে চন্দনা তন্তুবাই।
এ সময় পুলিশে প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের পরিবারের সাথে কথা বলেন এবং তাদেরকে শুভেচ্ছা জানান।
এসময় নগর বিশেষ শাখার এস আই মো. আফজাল হোসেন বলেন, যারা প্রাথমিক সুপারিশে উত্তীর্ণ হয়েছে তারা নিজ নিজ যোগ্যতায় এতদূর প্রর্যন্ত এসেছে। তারা কোন প্রকার সুপারিশ ছাড়া, অর্থ ছাড়া তাদের সকলের পুলিশে চাকরি হবে। এমন যোগ্য ব্যক্তিদের পাশে পুলিশ সব সময় ছিল এবং ভবিষ্যতে ও থাকবে। তাই তাদেরকে পুলিশের পক্ষ থেকে ভেরিফিকেশন করা হল।
Related News

সিলেটে দুই দিনব্যাপী জলবায়ু মেলার উদ্বোধন
সিলেটে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনের সাথে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কৌশল ও পদক্ষেপ সম্পর্কে সচেতনতাRead More

সিলেটের সড়কে ঝরলো শিক্ষিকার প্রাণ, গুরুতর আহত বিজিবি সদস্য ভাই
সিলেটের জকিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা। এ ঘটনায় গুরুতর আহতRead More