‘অপসাংবাদিকতা নির্মূলে উদ্যোগ গ্রহণ জরুরী’
রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন করা হয়েছে। একই সাথে প্রেসক্লাবের মাসিক (এপ্রিল) সভাও সম্পন্ন করা হয়েছে। সোমবার নতুন বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবদিকতা একটি মহান পেশা। তবে, ইদানিং ঢাকাসহ সর্বত্র কিছু সংখ্যক দালালরা সাংবাদিকতার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তারা সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে অপসাংবাদিকতা করে যাচ্ছে। এছাড়াও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে নামে বেনামে সাংবাদিক স্টিকার লাগিয়ে চাঁদাবাজি, ইয়াবাবিক্রিসহ আরও নানা অপকর্ম করছে। অপসাংবাদিকতা লেবাসধারীদের নির্মূলে এখনই উদ্যোগ গ্রহণ জরুরী।
প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রাক্তণ সভাপতি আব্দুল আহাদ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি টুনু তালুকদার, কামাল মুন্না, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মশাহিদ আলী, কার্যনির্বাহী সদস্য আশিক আলী, রোহেল উদ্দিন, বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী ও উপজেলা দর্জি কল্যাণ সমিতির সভাপতি এম কাওছার আহমদ।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More