এপেক্স জেলা-৪ এর স্কুলিং অনুষ্টিত

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দীন পিপিএম বলেছেন, নিশ্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করার মধ্যে আল্লাহর নৈকট্য লাভ সম্ভব। এপেক্স ক্লাবের মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলো সব সময় মানুষের কল্যাণে কাজ করে।
তিনি ১লা এপ্রিল শুক্রবার সকালে মহানগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে এপেক্স ক্লাবস অব বাংলাদেশ জেলা-৪ এর স্কুলিং অনুষ্ঠানের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আগামীতে সমাজের কল্যাণমুখী কার্যক্রমে এপেক্স ক্লাবগুলো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, রাষ্ট্রের কল্যাণমুখী কর্মকান্ডে এপেক্স সদস্যবৃন্দ সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি এপেক্স ক্লাব এর আজকের এই স্কুলিং প্রোগ্রামের সফলতা কামনা করে বলেন, এই প্রোগ্রামের মাধ্যমেই সমাজের কল্যাণে আপনারা নিবেদিত প্রাণ শক্তি হিসেবে কাজ করবেন বলে আমার বিশ্বাস।
জেলা গভর্ণর-৪ এপেক্সিয়ান মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে স্কুলিং অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াছ জসিম। সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ন্যাশনাল এ্যাকশন ডিরেক্টর এপেক্সিয়ান মেহেদি আহমদ।
স্কুলিং প্রোগ্রামে সম্মানিত রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্ণর এপেক্সিয়ান কাদের নেওয়াজ, অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট সৈয়দ নূরুর রহমান, লাইফ গভর্ণর এপেক্সিয়ান ডাঃ মুজিবুর রহমান ও লাইফ গভর্ণর এপেক্সিয়ান আক্তার হোসেন খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের এনওয়াইসিডি এপেক্সিয়ান. এনামুল হক মামুন, সেবা পরিচালক এপেক্সিয়ান সুজিত কুমার সাহা সুব্রত, এনইডি এপেক্সিয়ান. হাবিবুর রহমান চৌধুরী, জেলা-১ এর গভর্ণর এপেক্সিয়ান কবির হোসেন, জেলা-৩ এর গভর্ণর এপেক্সিয়ান জাকির হোসেন, জাতীয় সচিব এপেক্সিয়ান এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম, আইপিডিজি-৪ এপেক্সিয়ান মোঃ সাহেদুর রহমান সাহেদ, পিএনআইআরডি ও পিডিজি-৮ এপেক্সিয়ান এনামুল হক মিলন, পিডিজি-৮ এপেক্সিয়ান ওয়ালি উল্লাহ, আইপিডিজি-৮ এপেক্সিয়ান খোরশেদ আলম, এপেক্স ক্লাব অব সিলেটের লাইফ মেম্বার এপেক্সিয়ান আব্দুল হান্নান, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেক্সিয়ান এএফএম ফৌজি চৌধুরী, পিডিজি-৪ এপেক্সিয়ান এডভোকেট গিয়াস উদ্দীন চৌধুরী, পিডিজি-৪ ও স্কুলিং কমিটির চীপ কো-অর্ডিনেটর এপেক্সিয়ান আহমদ জাকারিয়া, পিডিজি-৪ এপেক্সিয়ান এডভোকেট মাছুম আহমদ ও পিডিজি-৪ এপেক্সিয়ান এডভোকেট মিছবাহুর রহমান আলম।
স্কুলিং প্রোগ্রামে জেলা-৪ এর প্রতিটি ক্লাবের সভাপতি, সেক্রেটারী সহ বিপুল সংখ্যক এপেক্সিয়ান অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি
Related News

সিলেট-১ আসনে আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা ঘোষণা
সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুলRead More

সিলেটে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ন্যায় ইনসাফ ও মানবিক দেশ গঠনে জামায়াতে ইসলাম কাজ করছে, মাওলানা হাবিবুর রহমান
সিলেট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য সিলেট জেলা আমিরRead More