বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রোমানিয়ার রাষ্ট্রদূত মিজ দানিয়ালা মারিয়ানা সেজোনোভ তানি। বৈঠকে মন্ত্রী ও রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন।
বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এ স্মারক স্বাক্ষরিত হয়।
বৈঠকে তারা কর্মীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বাংলাদেশি কর্মীদের জন্য রোমানিয়ায় অধিক সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যেকোনো ধরণের অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিতকরণসহ রোমানিয়ার শ্রমবাজার নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহিদুল আলম এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
Related News

পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন
দীর্ঘ ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি)Read More

শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর ৩ যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে
বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ‘রেজিক’, ‘হিরো অব দি রাশিয়ান ফেডারেশনRead More