নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্বগতির প্রতিবাদে সিলেট সদর উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, চাল, ডাল ও পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্বগতির প্রতিবাদে সিলেট সদর জামায়াত বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (১৭ মার্চ) বাদ আছর টুকেরবাজার জামে মসজিদ গেইট থেকে মিছিলটি বের হয়ে পথসভার মাধ্যে শেষ হয়।
সদর উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব সুলতান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাজির উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান।
উপস্থিত ছিলেন আব্দুল লতিফ লালা, মাওলানা আলাউদ্দিন, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ইসকন্দর আলী, দুলাল আহমদ, আব্দুস সামাদ, মহিউদ্দিন, হেলাল উদ্দিন, আরশ আলী, শিবির নেতা ইয়াসিন আহমদ, মোঃ খালেদ হাসান, বিশ্ববিদ্যালয় শিবির নেতা ময়নুল ইসলাম, মাহবুব হাসান, মুহিবুর রহমান, কামরান আহমদ, ওয়াইজ কুরুনি রাসেল।
Related News

যুক্তরাষ্ট্রের ডেপুটি এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার দুপুরে গুলশানের একটি বাসায় বাংলাদেশ সফররত মার্কিনRead More

জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান। আগামীকাল পহেলাRead More