Main Menu

৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের স্মারকলিপি

 

মাধ্যমিক শিক্ষা স্তরের বিদ্যমান পাঁচটি বৈষম্য নিরসনের লক্ষ্যে ৫ দফা দাবিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে সিলেট জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান।
৫ দফা দাবি হলো- আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা ও বাড়িভাড়া প্রদান, সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের ন্যায় বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ৬ষ্ঠ গ্রেড ও সহ প্রধানদের ৭ম গ্রেড প্রদান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও সহ প্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ঠ ঘোষনা প্রদান, বেসরকারি শিক্ষকদের ঐচ্ছিক বদলী এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেটের সভাপতি মো. রফিকুল আলম, সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক সুশীল দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বেগম, সদস্য দিলীপ কান্তি নাথ প্রমুখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *