সিলেটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব শুরু মঙ্গলবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ‘শতকের শিকড়ে সুবর্ণ স্বাধীনতা’ শীর্ষক ৩ দিনব্যাপি উৎসব শুরু হচ্ছে মঙ্গলবার।
সিলেট জেলা পরিষদের আয়োজনে ও সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হবে নগরীর রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের সম্মুখভাগ ও কবি নজরুল অডিটোরিয়ামে।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল ৩ টায় অনুষ্ঠিতব্য উৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জেলা প্রশাসক মো. মজিবর রহমান, পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সম্মিৃিলত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু।
সন্ধ্যা সাড়ে ৬টায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমীর সভাপতি সেলিনা হোসেন। বিকাল ও সন্ধ্যায় অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক পর্বে অংশ নেবে নৃত্যশৈলী, আনন্দলোক, গীতবিতান, সুর ও বানী, ললিতকলা একাডেমী, ছন্দনৃত্যালয়, তারুণ্য, মৃত্তিকায় মহাকাল, ইনোভেটর সংস্কৃতি চর্চা কেন্দ্র ও সিলেটের স্বনামধন্য আবৃত্তি-সংগীতশিল্পী ও বাউল শিল্পীবৃন্দ।
৩দিন ব্যাপি এ উৎসব সিলেটের সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানিয়েছেন সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন ও প্রধান নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহ।
Related News
সিলেট ওসমানী বিমানবন্দরে চাকা ফেটে নিহত ১
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে রুমন(২২) এক কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেনRead More

মদনমোহন কলেজ ছাত্রদল সভাপতি নির্বাচিত হওয়ায় কামরান উদ্দিন অপুকে সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁওRead More