দক্ষিণ সুরমায় নকল সোনার বার দিয়ে প্রতারণার চেষ্টা, গ্রেপ্তার ১

সিলেটের দক্ষিণ সুরমায় নকল সোনার বার দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
তার নাম মো. আনিছুর রহমান (৫৪)। আনিছুর চাঁদপুর জেলার কচুয়া থানার খিলা ভূইয়াবাড়ী এলাকার বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে।
শনিবার (৫ মার্চ) র্যাব-৯ সিপিএসসি, (ইসলামপুর ক্যাম্প) সিলেটের একটি দল দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে।
রোববার (৬ মার্চ) র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার আনিছুর রহমান নকল স্বর্ণের বার দেখিয়ে মানুষের সাথে প্রতারণাকারী চক্রের সদস্য। এসময় তার নিকট থেকে প্রতারণার আরও নগদ ১৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিছুর স্বীকার করেছেন, দীর্ঘদিন যাবৎ তিনি এভাবে প্রতারণা করে আসছিলেন। ভুক্তভোগী মনাই তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন। এরপর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More

জকিগঞ্জে বিপুল পরিমাণের মা দ কসহ একজন পুলিশের জালে
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।Read More