পশ্চিম দর্শা পাচ আউলিয়া জর্ডানি (রহ.) এর বার্ষিক উরুস মোবারক সম্পন্ন

সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার সংলগ্ন পশ্চিম দর্শা পাচ আউলিয়া জর্ডানি (রহ.) এর বার্ষিক উরুস মোবারক সম্পন্ন হয়েছে।
প্রতি বছরের ন্যায় ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বাদ আছর পবিত্র কোরআনের খতম শুরু, রাতে ওয়াজ মাহফিল ও শেষ রাতে হালকায়ে জিকির, ২৫ ফেব্রুয়ারি বাদ ফজর মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরণি বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পশ্চিম দর্শা পাচ আউলিয়া জর্ডানি (রহ.) এর মাজারের খাদেম শাহ মখলিছুর রহমান, হাতিম চৌধুরী মাদ্রাসার শিক্ষক হাফেজ দিলোয়ার হোসেন, বিশিষ্ট মুরব্বী মকবুল আলী, আফরোজ চৌধুরী, লিলু মিয়া তালুকদার, মোঃ সিকন্দর আলী, মখন আলী, করম আলী, মস্তাব আলী, ওয়াব আলী, শাহ মল্লিক মিয়া, শাহ মারুফ, শাহ মুখতার, শাহ সুলেমান, ফকির শাহনুর, শাহ কবির আহমদ, সৈয়দ জামাল আহমদ, সৈয়দ জিলন, শাহ সুজন, শাহ সুমন প্রমূখ।
আখেরি মোনাজাত পরিচালনা করেন পশ্চিম দর্শা জামে মসজিদের মুয়াজ্জিন ইকবাল আহমদ।
Related News

গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল
সিলেটের বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদেRead More

শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী মিল্লাত চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ডের অন্তর্গত টুকের বাজার এলাকার শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত Read More