সিলেট সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন

সিলেট সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১ম যুগ্ম সম্পাদক জায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নগরীর দরগাহ গেইটস্থ শহিদ সুলেমান হলে বিকালে দ্বি বার্ষিক সম্মেলন সভা ও কাউন্সিল শুরু হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালাম সভাপতিত্বে ও আলহাজ্ব শদীদ আহমদ চেয়ারম্যানের পরিচালনায় কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সাবেক জেলা বিএনপি’র সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল গাফফার, আলী আহমদ, আশিক উদ্দিন চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা, আব্দুল আহাদ খান জামাল, ফরহাদ চৌধুরী শামীম, সামিয়া চৌধুরী, মিফতাহ সিদ্দিকী, জমির উদ্দিন সাবেক চেয়ারম্যান, আজির উদ্দিন সাবেক চেয়ারম্যান, মিলু চৌধুরী, ইশতিয়াক আহমদ চৌধুরী, ইলিয়াছ আলী, ইসলাম উদ্দিন, ফারুক আহমদ।
ইউনিয়ন সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন জৈন উদ্দিন সাবেক মেম্বার, রফিকুল ইসলাম, কছির উদ্দিন সাবেক চেয়ারম্যান, গৌস উদ্দিন পাখি, এম এ রহিম, এনামুল হোসেন মেম্বার, বশির উদ্দিন সাবেক মেম্বার, আহমদ আলী।
সভাপতি পদে আ ফ ম কামাল ১৯ টি ভোট পান ও আবুল কাশেম ২১ টি ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিব ১৮ টি ভোট আর আজিজুর রহমান ২২ টি ভোট পেয়ে বিজয়ী হন। সিনিয়র সহ সভাপতি ওয়ারিছ আলী ১৯ টি ভোট আর আব্দুর রহমান ২১ টি ভোট পেয়ে বিজয়ী হন।
Related News

দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি, সিলেটে আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ব্যাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে ১৮Read More

যুক্তরাষ্ট্রে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির, শহীদ জিয়ার আদর্শ লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে আগামীরRead More