বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) সিলেট শাখা কমিটি গঠন

পরস্পর সহযোগীতা একতাবদ্ধ হয়ে চলার মাধ্যমে নিজেদের মধ্যে যেমন সোহাদ্যপূর্ন সম্পর্ক গড়ে উঠে তেমনি সমাজ ওজাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করা যায়। বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) কেন্দীয় কমিটির উদ্যোগে বামছাস সিলেট শাখা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা একথা বলেন
১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নগরীর আম্বরখানা মণিপুরী পাড়া মন্ডপে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) কেন্দীয় কমিটির উদ্যোগে বামছাস সিলেট শাখা কমিটি গঠন উপলক্ষে অভিভাবক ও ছাত্র/ছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিজম কিষান সিংহ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লাঙ্গোনজম্ধসঢ়; রনিক সিংহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাট্যজন ও সমাজসেবক শ্রী এম. উত্তম সিংহ রতন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রী মোইরাংথেম্ধসঢ়; প্রদিপ সিংহ ,আম্বরখানা মুনপুরী সোশ্যাল ফেয়ার এসাসিয়েশনের(আমসফা) সভাপতি সজল সিংহ রাব্বী। সমাবেশের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থৌনাওজম্ধসঢ়; সৌরভ সিংহ আকাশ। সমাবেশে অন্যানের মধ্যে আরো বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি থোকচম্ধসঢ়; বিকি সিংহ, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাইদেম শচিন সিংহ,ময়াংলম্বম্ধসঢ়; সৌরভ সিংহ রিমন, ফলেম্ধসঢ়; নিলয় সিংহ প্রমুখ। অভিভাবক ও ছাত্র/ছাত্রী সমাবেশে ব্যাপক আলোচনার পর ময়াংলম্বম্ধসঢ়; সৌরভ সিংহ রিমনকে সভাপতি, ফলেম্ধসঢ়; নিলয় সিংহকে সাধারণ সম্পাদক ও হাওরম্বম্ধসঢ়; অঞ্জন সিংহকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) সিলেট শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More