মোল্লারগাঁওয়ে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভূমিহীন ও গৃহহীনদের জীবনযাত্রার মান উন্নয়নে সারাদেশে গৃহনির্মাণ করে দিচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র, গৃহহীন ও সাধারণ মানুষের পুনর্বাসনে অত্যন্ত আন্তরিক।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের লক্ষীবাসা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ ও জেলা পরিষদের প্রধান নির্বাহী সন্দীপ কুমার সিংহ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মকন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার প্রমুখ।
Related News

গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল
সিলেটের বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদেRead More

শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী মিল্লাত চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ডের অন্তর্গত টুকের বাজার এলাকার শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত Read More