মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীকে মৎস্যজীবীলীগ সিলেট জেলা ও মহানগরের ফুলের শুভেচ্ছা

সিলেট সার্কিট হাউজে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এম.পি’র সাথে গতকাল ৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
এ সময় মৎস্যজীবীলীগ নেতৃবৃন্দ মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এম.পি-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেটে জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি আব্দুল আহাদ, সিনিয়র সহ সভাপতি ইসমাইল আলী মেম্বার, সহ সভাপতি মঈন উদ্দিন, আব্দুল খালিক, গৌরাঙ্গ সরকার, শেখ হানিফ উদ্দিন, ডাঃ জুবায়ের আহমদ, রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম লুৎফুর রহমান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম খছরু, মহানগর মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক ছালেহ আহমদ, শাহীন আহমদ, কবির আহমদ ময়না, মৎস্যজীবী লীগ নেতা মতিন আহমদ, ময়নুল হোসেন, আব্দুল আলীম, ২৬নং ওয়ার্ড সভাপতি ময়নুল হক লাবলু, সাধারণ সম্পাদক আছাদ উদ্দিন, যুবলীগ নেতা সায়মন আহমদ, শ্রমিকলীগ নেতা আলী আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা রনি আহমদ প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দ মৎস্যজীবীদের দাবী-দাওয়া নিয়ে কথা বলেন। অমৎস্যজীবীরা স্বার্থ হাসিলের লক্ষ্যে মৎস্যজীবী লীগে প্রবেশ করার চেষ্টায় লিপ্ত রয়েছে, সেই বিষয়টি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম-কে অবগত করেন মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দ।
Related News

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার: প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে
নতুন বাংলাদেশে ফ্যাসিবাদকে পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না’ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারিRead More

বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক ‘আশার আলো’ তৈরি করছে: মির্জা ফখরুল
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক আমাদের সামনেRead More