সিলেট আঞ্জুমান মুফিদুল ইসলাম’র উদ্যোগে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ইসলামী জনকল্যাণ সংস্থা “আঞ্জুমান মুফিদুল ইসলাম” সিলেট শাখার উদ্যোগে অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
(২২ জানুয়ারি) শনিবার বিকাল ৩টায় আলীবাহার চা বাগান বাংলোতে দেশের প্রাচীনতম স্বেচ্ছাসেবী ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম গরিব, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, তীব্র এই শীতে আমাদের সবাইকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। সমাজের দরিদ্ররা আমাদের মতোই মানুষ। তাই তাদের সাহায্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপক ডা. আজিজুর রহমান, কোষাধ্যক্ষ ইমরান আহমদ, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. জিয়া উদ্দিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট চেম্বার অর্ব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখা ভাইস চেয়ারম্যান আবু তাহের মো. সুয়েব, আঞ্জুমানে মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, সদস্য অবঃ কর্নেল আবদুস সালাম বীরবিক্রম, ডাঃ নাজমুস সাকিব, আতাউল করিম, ফয়েজ হাসান ফেরদৌস, খাইরুন্নেছা উদ্দিন শেলি, উস্তার আলী খসরু মিয়া, ডাঃ ইয়াজদান রেজা চৌধুরী, ডাঃ নাজরা চৌধুরী, আলী বাহার চা বাগানের এমডি মাহমুদ বকস রাজন, লায়ন মোস্তফা জামান চৌধুরী বাহার, নাফিজ জুবায়ের চৌধুরী। বিজ্ঞপ্তি
শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
Related News
সিলেট ওসমানী বিমানবন্দরে চাকা ফেটে নিহত ১
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে রুমন(২২) এক কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেনRead More

মদনমোহন কলেজ ছাত্রদল সভাপতি নির্বাচিত হওয়ায় কামরান উদ্দিন অপুকে সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁওRead More