নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে আল হারামাইন মডেল মাদ্রাসায় উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিল

সিলেট নগরীর আখালিয়া তপোবন এলাকায় অবস্থিত আল হারামাইন মডেল মাদ্রাসার ২০২২ সালের শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি আলী হায়দার।
শপথ গ্রহন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাউদ্দিন আজমান।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান সামছুল হক মিয়া, সহ-সুপার মিঝবাহ উদ্দিন, তপোবন জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি নুমান সাদী, অত্র প্রতিষ্ঠানের অভিভাবক আমিন চৌধুরী, সাংবাদিক আবু জাবের, সহকারী শিক্ষক আবরারুল হক, নেছার আহমদ, হুসাইন আহমদ, অত্র প্রতিষ্ঠানের অভিভাবক জিল্লুল হক, আব্দুস সালাম, শফি আহমদ সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
শেষে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নসহ সকলের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন তপোবন জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি নুমান সাদী।
Related News

জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, আমাদেরRead More

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও আইডিই-র যৌথ অংশীদারিত্বে সমঝোতা স্মারকের সূচনা সভা
বুধবার (৬ আগস্ট) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং আইডিই বাংলাদেশ একটি সমঝোতা স্মারকের (MoU) মাধ্যমেRead More