খাদিমনগর ইউনিয়নে মহিলাদের পোষাক তৈরি প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ছালেহপুর গ্রামে মহিলাদের পোষাক তৈরি প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে ছালেহপুর প্রাথমিক বিদ্যালয়ে সদর উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে সদর উপজেলা যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ. হেড. রওশন জেবীন রুবা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের এগিয়ে নিতে পরিবারের সহযোগীতা প্রয়োজন। নারীরা শিক্ষিত হলে গোটা পরিবার শিক্ষিত হয়। বিশেষ করে নারীদেরকে কারিগরী শিক্ষায় শিক্ষিত করতে পারলে সংসারে আর্থিক টানাপোড়ান থাকেনা। তারা কাপড় সেলাই সহ হাতের কাজ শিখতে পারলে বিদেশ গেলেও দক্ষতা অনুযায়ী মজুরী পাবে। দেশেও আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুটির শিল্প, নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেছেন। এগুলোর মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারে। তাই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে গড়ে তুলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তারা মিয়া, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সালেহ ইবনে শিহাব রুমেল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রোটারিয়ান সাহিদা খাতুন তালুকদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন।
প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোছাঃ রুহেনা আক্তার।
Related News

মদনমোহন কলেজ ছাত্রদল সভাপতি নির্বাচিত হওয়ায় কামরান উদ্দিন অপুকে সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁওRead More

ডা.বীরেন্দ্র চন্দ্র দেব ছিলেন সমাজের নিবেদিত প্রাণ : অধ্যাপক ডা শিব্বির আহমদ শিবলী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শিব্বির আহমদ শিবলীRead More