জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা.-এর অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠিত

সিলেট নগরীর টুকেরবাজার তেমুখীস্থ সাহেবেরগাঁওয়ের জামিয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. এর অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে ৯টায় জামেয়ার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জামেয়ার মুহতামিম হাফিজ আশিকুর রহমানের সভাপতিত্বে ও জামেয়ার শিক্ষাসচিব মাওলানা মিসবাহুজ্জামানের সঞ্চলনায়
অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার মাননোন্নয়ন প্রকল্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া কাজিরবাজারের সিনিয়র মুহাদ্দিস লেখক ও গবেষক মাওলানা শাহ মমশাদ আহমদ।
উক্ত অনুষ্ঠানে জামেয়ার সিনিয়র শিক্ষক মুফতি আব্দুল মন্নানের স্বাগত বক্তব্যের মাধ্যমে আরো বক্তব্য রাখেন জামেয়ার শিক্ষাসচিব মাওলানা মিসবাহুজ্জামান, জামেয়া পরিচালনা কমিটির সেক্রেটারী আলহাজ্ব হাফিজ কাজী জুনাইদ আহমদ, জামেয়ার সিনিয়র শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য এ্যাডভোকেট মুজিবুর রহমান।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, জামেয়ার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলহাজ¦ নাজিম উদ্দিন, সদস্য মাওলানা কাজী আহমদ শিবলী এবং জামেয়ার শিক্ষক মুফতি আরমান হুসাইন, মাওলানা নুরুল ইসলাম, মুফতি আব্দুল আহাদ, মুফতি মাসুম আহমদ, মাওলানা আব্দুল জলিল, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন, প্রমুখ।
শতাধিক অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে ফালাফল কার্ড তুলে দেন আগত অতিথি ও জামিয়ার শিক্ষকবৃন্দ। মুহতামিম হাফিজ আশিকুর রহমানের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Related News

শাবির ভর্তি পরীক্ষার ফলাফল ৯ মার্চ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ৯ মার্চ প্রকাশ করাRead More

নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমRead More