সিকৃবিতে ২ দিনব্যাপী”স্মার্ট ফার্মিং টেকনোলজি ফর সাসটেইনেবলএগ্রিকালচারাল ডেভলপমেন্ট” শীর্ষকআন্তর্জাতিক সম্মেলন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে”এপ্লাইড সায়েন্সস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট”বিষয়ে দুইদিনব্যাপী ১০ম আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন হয়েছে। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
প্রভাষক সুমাইয়া রশিদ-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স চেয়ার কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন ভারতের বিআর ক্রপ এর সভাপতি ও সিইও প্রফেসর ড. রাণী পেট হাফিজ বাশা, ও এনআইটি’র সাবেক পরিচালক প্রফেসর ড. এস সুন্দর রাজন। এছাড়া আরও বক্তব্য রাখেন মাৎস্য বিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয়কুন্ড, জাপানের কুমামুতু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুচিটরি, ব্রুনাইয়ের দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ফারহানা হক এবং ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুরায়ান নারায়ণ।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More