সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা

‘মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাদেরকে সবসময় সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। তাদেরকে সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা নিজেরাই সম্মানিত হই। তাদের সংস্পর্শে এসে আমরা আত্মবলে বলীয়ান হই, উজ্জীবীত হই।’
মহান বিজয় দিবস উপলক্ষে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। গত সোমবার (১৩.১২.২০২১) বিকালে অনুষ্ঠিত ১৯২তম সাহিত্য আসরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা ও বীর মু্িক্তযোদ্ধা কবি হেলাল উদ্দিন দাদন মোল্লাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সাইক্লোনের মুক্তিযোদ্ধা সংবর্ধনা উপ-কমিটি ২০২১-এর আহবায়ক বিশিষ্ট রম্যকাহিনী লেখক এডভোকেট হারান কান্তি সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার। সাইক্লোনের সদস্য কবি ইফতেখার শামীমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন গল্পকার সেলিম আউয়াল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ, ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন, অধ্যাপক মুক্তার আহমদ, ঔপন্যাসিক আলেয়া রহমান প্রমুখ। লেখাপাঠে অংশ নেন জুবের আহমদ সার্জন, কবি কামাল আহমদ, বিমান বিহারী বিশ^াস প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা বলেন, মু্িক্তযুদ্ধের সময় আমরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দেবার জন্যে। আমি মনে করি আমার জীবনের প্রধান অর্জন মহান মু্িক্তযুদ্ধে অংশগ্রহণ।
বীর মুক্তিযোদ্ধা কবি হেলাল উদ্দিন দাদন মোল্লা গানে গানে তার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে সংবর্ধিত মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Related News

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More