সিলেটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২১ উপলক্ষে সিলেটের জেলা প্রশাসন ও দূর্নীতি দমন কমিশনের যৌথ উদ্যোগে ও সিলেট জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে “আপনার অধিকার, আপনার দায়িত্ব: দূর্নীতিকে না বলুন” শীর্ষক দূর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।
সিলেট জেলা শিশু একাডেমীর সংগঠক সাঈদুর রহমান ভূইয়ার পরিচালনায় সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন সিলেট বিভাগের পরিচালক এস.এম মফিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমদ। এর আগে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন জাতীয় পতাকা ও দূর্নীতি দমন কমিশন সিলেট বিভাগের পরিচালক এস.এম মফিদুল ইসলাম কমিশনের পতাকা উত্তোলন করেন। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুলের শিক্ষার্থী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More