সিলেটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২১ উপলক্ষে সিলেটের জেলা প্রশাসন ও দূর্নীতি দমন কমিশনের যৌথ উদ্যোগে ও সিলেট জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে “আপনার অধিকার, আপনার দায়িত্ব: দূর্নীতিকে না বলুন” শীর্ষক দূর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।
সিলেট জেলা শিশু একাডেমীর সংগঠক সাঈদুর রহমান ভূইয়ার পরিচালনায় সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন সিলেট বিভাগের পরিচালক এস.এম মফিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমদ। এর আগে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন জাতীয় পতাকা ও দূর্নীতি দমন কমিশন সিলেট বিভাগের পরিচালক এস.এম মফিদুল ইসলাম কমিশনের পতাকা উত্তোলন করেন। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুলের শিক্ষার্থী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ছাগল বিতরণ কর্মসূচি সম্পন্ন
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের মানবিক উদ্যোগ ছাগল বিতরণ ২য় কর্মসূচি সম্পন্ন হয়েছে। মঙ্গলবারRead More