একজন মানুষ তাঁর কর্মের মাধ্যমে সবার কাছে প্রিয় বা অপ্রিয় হন: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

সিলেটের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমদ বলেছেন, পেশাগত দায়িত্ব পালনে সর্বদা সততা, সচেতনতা থাকলে সর্বক্ষেত্রে উন্নতি অবশ্যম্ভাবী। একজন মানুষ তাঁর কর্মের মাধ্যমে সবার কাছে প্রিয় বা অপ্রিয় হন। তবে এক্ষেত্রে অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন তাঁর নিজের কর্মগুনে সবার কাছে প্রিয় হয়ে উঠেছেন। এটা সত্যিই প্রশংসনীয়। তিনি তাঁর আইনজীবী পেশায় দক্ষতার স্বাক্ষর রেখে আজ ২৫ বছরে পর্দাপন করেছেন আগামী দিনগুলোতে তিনি আরো কর্মময় হয়ে উঠবেন এই আশা করি।
সিলেটের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমদ বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন এর আইন পেশায় ২৫বছর পূর্তি উপলক্ষে ৫নং বার হলে অ্যাডভোকেট মো: জালাল এ্যাসোসিয়েট এর আইনজীবীবৃন্দের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সিলেটের বিচারপ্রার্থী সাধারণ মানুষের কল্যাণে জেলা আইনজীবী সমিতির প্রত্যেক সদস্যবৃন্দের প্রচেষ্টার প্রশংসা করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.টি.এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মিছবাউর রহমান আলমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো: শফিকুর রহমান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট ফজলুল হক সেলিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী কামাল, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, অ্যাডভোকেট জামিলুল হক জামিল, অ্যাডভোকেট একে.এম শমিউল আলম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, এপেক্স জেলা ৪ এর গভর্নর এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, অ্যাডভোকেট মোস্তফা দিলোয়ার আল আজহার, অ্যাডভোকেট মতিউর রহমান প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদ। স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সংবর্ধিত অ্যাডভোকেট মো: জালাল উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট, মানপত্র, উত্তরীয়, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সবশেষে কেক কেটে ২৫বছর পূতি উৎসব পালন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সংবর্ধিত অ্যাডভোকেট মো: জালাল উদ্দিনের দুই কন্যা ও পুত্র সহ আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন
Related News

সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে সিলেট ট্যুরিস্ট ক্লাব
সিলেটের ঐতিহ্যবাহী ভ্রমণ বিষয়ক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট ট্যুরিস্ট ক্লাব সরকারি নিবন্ধন পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশRead More

বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে রেইনবো ন্যাশন গঠন করবো, এম এ মালিক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামীRead More