বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সিলেট মহানর কমিটির অভিষেক সম্পন্ন
বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ সিলেট মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় র্যালী পরবর্তী সিলেটের একটি অভিজাত হোটেলে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের মহানগর কমিটির সভাপতি জেসমিন নাহার এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ মোস্তফা উল্লাহ ও যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক তোফায়েল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের ইউরোপীয় ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ার উদ্দিন আহমদ রুনু, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিটির অধ্যাপক আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক নজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিক আহমদ পিয়ার, মাসুক মিয়া, এরশাদ মিয়া।
সিলেট মহানগর কমিটির সিনিয়র সহ সভাপতি মুক্তা পারভীন, সহ সভাপতি মোঃ মকবুল হোসেন খান, আবুবকর পারভেজ, মোঃ নজরুল ইসলাম, শেখ সুহেল আহমদ কবির, জয়নাল আবেদীন, মোঃ ওয়াহিদ উদ্দিন দুলাল, সৈয়দ আক্তার আহমদ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক চৌধুরী, তাজুল ইসলাম লস্কর, আশরাফুল হাসান চৌধুরী, শাহীনুজ্জামান জুনেদ, মোঃ মাহমুদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন হেপী, জুনেদ আহমদ মুন্না, হুশিয়ার আলম, কাজী রিফাত আহমদ, আবু সুফিয়ান, এমাদ উদ্দিন, জুনেদ আহমদ সরকার, সহ সাংগঠনিক সম্পাদক হোসেন আলী, ছাদেক আহমদ রুকন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক- ইউসুফ আলী, সহ আইন বিষয়ক সম্পাদক কে এইচ নাজিম উদ্দীন, মহিলা সম্পাদিকা তৃষ্ণা চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক নাজনীন হাসান।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের ইউরোপীয় ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ার উদ্দিন আহমদ রুনু বলেন, বিজয়ের মাসে আমরা জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরন করি এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি জহির উদ্দিন মবুর নেতৃত্বে আমরা সিলেটে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদকে রোল মডেলে পরিনত করতে চাই।
প্রধান বক্তার বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের একমাত্র পেশাজীবি সংগঠন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ। সবাইকে সংঘবদ্ধভাবে জাতীর জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সিলেট মহানগর নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কেক কেটে অভিষেক অনুষ্ঠান উদযাপন করা হয়।
অনুষ্ঠান শুরুর আগে ষ্টেডিয়াম মার্কেটের সামন থেকে র্যালী নিয়ে অনুষ্ঠান স্থলে সবাই উপস্থিত হোন নেতা কর্মীবৃন্দ।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More