কান্দিগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনমানুষের সাথে হাজী মোঃ সাজ্জাদ মিয়া
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনমানুষের সুখদুঃখের কথা জানতে প্রতি দিনের ন্যায় শুক্রবার ও ঘুরে বেড়ালেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাজ্জাদ মিয়া।
তিনি সকাল থেকে নিজ গ্রামে বিভিন্ন আশয় বিষয় নিয়ে মানুষের সাথে ছিলেন। বেলা ৩ টা থেকে মাসুকগঞ্জ বাজার, মীরেরগাঁও মতবিনিময়ে মিলিত হোন। বিকেলে বাদাঘাট বাজার ও সোনাতলা বাজার এলাকার সাদীপুর গ্রামে মতবিনিময়ে মিলিত হোন।
এসময় এলাকার রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা ড্রেন ও পানীর সমস্যা নিয়ে আলোচনা করেন। সাজ্জাদ মিয়া বলেন, আমিতো জনপ্রতিনিধি নই, একজন আওয়ামী লীগের কর্মী। তবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে আপনাদের সুখঃদূখের কথা বলবো। আপনারা দলের জন্য কাজ করেন। মূল্যান পাবেন।
বাদাঘাট বাজারে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মন্নান, বীর মুক্তিযোদ্ধা আমির আলীসহ দলীয় নেতৃবৃন্দ ও সাদীপুর গ্রামে উপস্থিত ছিলেন, আব্দুর রহমান, আব্দুল আহাদ, মন্তাজ মিয়া, সামসুল হকসহ অসংখ্য নেতা কর্মী।
Related News
এলএসটিডি প্রকল্পের আওতায় সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রামে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ
কৃষকদের মাঝে মানসম্মত ধানের বীজ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ধানRead More
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব” – খন্দকার আব্দুল মুক্তাদির
“বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে” বলে আশাবাদ ব্যক্ত করেছেনRead More

