দুই ঘণ্টা পর ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ঝুটের চারটি গুদামের অগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোনাবাড়ির আমবাগ তেতুলতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আমবাগ তেঁতুলতলা এলাকায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রথমে লায়ন মো. কামালের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের আরও তিনটি গুদামে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন ও জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি এবং কালিয়াকৈর ফায়ার স্টেশনের আরও দুটিসহ মোট পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
Related News

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করারRead More

মুস্তাফা জামান আব্বাসীর ইন্তেকাল
সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন। শনিবার (১০ মে) সকালে বনানীর একটিRead More