দুই ঘণ্টা পর ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ঝুটের চারটি গুদামের অগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোনাবাড়ির আমবাগ তেতুলতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আমবাগ তেঁতুলতলা এলাকায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রথমে লায়ন মো. কামালের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের আরও তিনটি গুদামে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন ও জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি এবং কালিয়াকৈর ফায়ার স্টেশনের আরও দুটিসহ মোট পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
Related News

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্তRead More

সেন্টমার্টিন দ্বীপের পর্যটন নির্ভর জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে সরকার : পরিবেশ উপদেষ্টা
সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সীমিত করার ফলে স্থানীয় জনগণের জীবিকার যাতে কোনো ক্ষতি না হয়, সেইRead More