‘সুস্থ থাকার সহজ উপায়’ বইয়ের পাঠোত্তর পর্যালোচনা
 
			বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম বলেছেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। বর্তমান সময়ে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটে। মোবাইল গেমস, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের কুফল তরুণ সমাজকে জানাতে হবে। এইসব ব্যাপারে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নতুবা একটি পঙ্গু ও অসুস্থ তরুণ সমাজের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। পৃথিবীর রঙ,রূপ উপভোগের জন্য সুস্বাস্থ্য জরুরি
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের আয়োজনে আশক আলী ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠাতা হাজী মো. আশক আলী সম্পাদিত ‘সুস্থ থাকার সহজ উপায়’ বইয়ের পাঠোত্তর পর্যালোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সোমবার (২২ নভেম্বর ২০২১) বিকাল ৪টায় জিন্দাবাজারস্থ সিফডিয়া মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ও সাইক্লোন সভাপতি জাবেদ আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেইন ও গল্পকার-সাংবাদিক সেলিম আউয়াল।
সাহিত্যকর্মী ইফতেখার শামীমের সঞ্চালনায় অনষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট বেলাল আহমদ চেীধূরী, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মো. আমিনুল ইসলাম, ডিজিএম খালেদ আহমদ, ডিজিএম মো. আতিকুর রহমান, যুগ্ম পরিচালক মো. আশরাফ হোসেন, যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ^াস, যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী আকতার, যুগ্ম পরিচালক মো. নূর আহমদ, ইসলামী ব্যাংক লালদিঘীরপাড় শাখার ভিপি মো. নুরুজ্জামান, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ভ্রমণ লেখক মোয়াজ আফসার, ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন, ঔপন্যাসিক আলেয়া রহমান, কবি মুক্তার আহমদ, জুবেদ আহমদ, কবি নাঈমা চৌধুরী, ছড়াকার জুবের আহমদ সার্জন, আবু সুফিয়ান ও ইমন আহমদ প্রমূখ। সভার প্রথম পর্বে লেখাপাঠ করেন গল্পকার মিদহাদ আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সৈয়দ ফেরদৌস আহমদ জিলানী।
বিশেষ অতিথির বক্তব্যে আমজাদ হোসেইন বলেন, স্বাস্থ্য সচেতনতা একটা জরুরি বিষয়। প্রবাদ আছে, ‘সুস্থ দেহে সুন্দর মন’। দৈনন্দিন জীবনে সুখী থাকার অন্যতম মন্ত্র হচ্ছে সুস্বাস্থ্য। মানুষ যত নিরোগ থাকে, পৃথিবীকে উপভোগ করা তার জন্য তত সহজ।
Related News
 
	সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি 
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More
 
	সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More

