Main Menu

গণশুনানী ও আন্তর্জাতিক দুনীর্তি বিরোধী দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুনীর্তি প্রতিরোধে গণশুনানী ও আন্তর্জাতিক দুনীর্তি বিরোধী দিবস ২০২১ পালন উপলক্ষে নগরীর মির্জাজাঙ্গালস্থ এসএসকেএস সম্মেলন কক্ষে গতকাল সোমবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বেলাল আহমদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দুদক, সিলেট অঞ্চলের পরিচালক এস এম মফিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক নূর—ই—আলম। সভায় বক্তব্য রাখেন মহানগর ইমাম সমিতি, ব্র্যাক, আশা, টিআইবি, টিএমএসএস আশার আলো ও জিডিএফ এর প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সর্বস্তরে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি দুনীর্তি প্রতিরোধ কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আগামী ২৮ নভেম্বর সকাল ৯টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে গণশুনানী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দুদক এর কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা প্রতিষ্ঠানে দুনীর্তি সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ থাকলে উক্ত শুনানীতে উত্থাপন করা যাবে। সভায় জানানো হয়, এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আগামী ২৫ নভেম্বর এর মধ্যে দুদক উপপরিচালক নূর—ই—আলম (ফোন ০১৭১০৪৩৭৫০৭) অথবা জেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক (ফোন ০১৭১৮০৩৪৩৭০) এর সাথে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *