সোনাতলা বাজারে চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক এ প্রতীকে ভোট দিতে দ্বিধাবোধ করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নৌকা হচ্ছে উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশে আজ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়েছে। গত নির্বাচনে নিজাম উদ্দিনকে নৌকা প্রতীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছিলেন বলেই ইউনিয়নে এতো উন্নয়ন সম্ভব হয়েছে। আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
রোববার (৭ নভেম্বর) রাতে ইউনিয়নের সোনাতলা বাজারে ৮নং কান্দিগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নিজাম উদ্দিনের সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সোনাতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী কাঞ্চন মিয়ার সভাপতিত্বে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রব ও ছাত্রলীগ নেতা মোঃ আল আমিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, কার্যনির্বাহী সদস্য এডভোকেট নূরে আলম সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, বিশিষ্ট ব্যবসায়ী কউছর আলম, মহানগর আল ইসলাহ এর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক মাষ্টার আব্দু মালিক মামুন, আওয়ামী লীগ নেতা এস এম সায়েস্তা তালুকদার। বক্তব্য রাখেন মোঃ তরিক উল্লাহ মেম্বার, মহানগর ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক শহীদ আকিব অপু, ইলিয়াস দিন, যুবলীগ নেতা আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রভাষক সেলিম আহমদ, আব্দুশ শহীদ, সেলিম আহমদ।
উপস্থিত ছিলেন, মুরব্বী আব্দুল কাদির, শাহাব উদ্দিন, আব্দুল মন্নান, সিরাজ মিয়া, তমজিদ আলী, মুজিবুর রহমান, ওয়াহিদ আলী, আফতাব আলী, তখাই মিয়া, ছাত্রলীগ নেতা আমিন আহমদ, জামাল আহমদ, মইনুল ইসলাম, সিয়াম, এহিয়া, কামরান, মিলাদ, সালমান প্রমূখ।
Related News

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট
ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয়Read More
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More