পশ্চিম খাদিমনগর নামে ইউনিয়ন গঠনের দাবীতে বড়শালা বাজারে সভা

সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নের আনংশিক এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকী অনংশকে নিয়ে পশ্চিম খাদিমনগর নামে একটি ইউনিয়ন গঠনের দাবীতে পরামর্শ সভা করেছেন খাদিমনগর এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৮ অঅক্টোবর) বিকেলে বড়শালা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
পশ্চিম খাদিমনর ইউনিয়ন বাস্তবায়ন কমিটির সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী কছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তারা মিয়া, মংলিপার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আয়াত উল্লাহ বুদু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়া, মংলিপার জামে মসজিদের মোতাওয়াল্লী শফিকুর রহমান দুদু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোরাব আলী মেম্বার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাজর আলী, কামার টিলা গ্রামের নাসির উদ্দিন, মধু টিলার আবুল কালাম, বড়শালা নতুন বাজার জামে মসজিদের মোতাওয়াল্লী হাবিবুর রহমান পংকি, আওয়ামী লীগ নেতা শাহাদুত জামাল দোহা, চাতল গ্রামের রফিকুল ইসলাম ও মানিক মিয়া, লাখাউরা গ্রামের আব্দুল মন্নান, ফারুক আহমদ, মঙ্গল দেবনাথ, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, বাউয়ার কান্দির আবুল হাসান, চাতলের আসাব উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আমরা ৩নং খাদিমনগর ইউনিয়নের বাসিন্দা। ভৌগলিক কারণে খাদিমনগর ইউনিয়নটি পূর্ব হতে পশ্চিম প্রান্ত পর্যস্ত প্রায় ২০ কিলোমিটার লম্বা, তাছাড়া আমাদের ইউনিয়নে প্রায় ৪২ হাজার ভোটার রয়েছেন। বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিত করার কারণে টুকেরবাজার ইউনিয়নের তারাপুর, মালনীছড়া, আলীবাহার, লাক্কাতুরা, দলদলি চা বাগান খাদিমনগর ইউনিয়নের সাথে সংযুক্ত করা হলে এ ইউনিয়নে আরও প্রায় ১০-১২ হাজার ভোটার সংযুক্ত হবে। সিলেট কোম্পানীগঞ্জ রোড নির্মিত হওয়ায় ইউনিয়নকে বড়শালা বাইপাস থেকে ধোপাগুল বাইপাস পয়েন্ট হয়ে ছালিয়া পর্যন্ত দ্বিখÐিত করেছে। ধোপাগুল বাইপাস পয়েন্ট হতে পশ্চিম প্রান্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরের অবস্থান থাকায় খাদিমনগরের পূর্ব হতে পশ্চিমাঞ্চলের জনগণের বিরাট বাধা ও ব্যয় বহুল এবং কষ্টসাধ্য। সেই বিবেচনায় ধোপাগুল বাইপাস পয়েন্টের পশ্চিম প্রান্ত নিয়ে পশ্চিম খাদিমনগর ইউনিয়ন এবং ধোপাগুল বাইপাস পূর্ব প্রান্ত নিয়ে পূর্ব খাদিমনগর নামে নাম করণ করে দুটি ইউনিয়ন করা অত্যান্ত যুক্তিযুক্ত এবং সময়ের দাবী। যাতে বর্তমানে উন্নয়নকামি সরকারের উন্নয়নমূখী কর্মকাÐ অতি দ্রæত মানুষের দোরগোড়ায় পৌছানো যায়। তাছাড়া দুটি ইউনিয়নে বিভক্ত করার পরেও প্রতিটি ইউনিয়নে প্রায় ২৫ হাজার ভোটার থাকবে। যার ফলে পশ্চিম খাদিমনগর ইউনয়ন নামে পৃথক একটি ইউনিয়ন গঠন অত্যান্ত সময়োপযোগী দাবী।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More