জাইকার অর্থায়নে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ডেস্ক বেঞ্চ বিতরণ

জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) অর্থায়নে সিলেট সদর উপজেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে ১৯৪ জোড়া ডেস্ক বেঞ্চ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ পুরাতন হলরুমে স্কুল কলেজের শিক্ষকদের কাছে ডেস্কবেঞ্চ হস্তান্তর করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান এসোসিয়েশনের সিলেট বিভাগের সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী মজুমদারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শিরিন আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ সাঈফুল আজম, ইউডিএফ রাজিব দাসসহ সকল স্কুলের শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ।
Related News

সিকৃবিতে ‘শহীদ মুগ্ধ কর্নার উদ্বোধন “পানি নাগবে পানি” একটি স্লোগান নয়, ছিল ছাত্রসমাজের আত্মদর্শনের প্রতীক, সিকৃবি ভিসি
“পানি নাগবে পানি” একটি স্লোগান নয়, ছিল ছাত্রসমাজের আত্মদর্শনের প্রতীক। এটি ছিল এক শপথ। ন্যায্যRead More

সিলেটে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার ৬৮ দশমিক ৫৭
সারা দেশের সঙ্গে একযোগে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সিলেট শিক্ষা বোর্ডেRead More