Main Menu

দেশসেরা কালচারাল অফিসার হিসেবে পুরস্কৃত হলেন অসিত বরণ দাশ গুপ্ত

২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৯৩.৫ নম্বর পেয়ে দেশসেরা কালচারাল অফিসার হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন সিলেটের জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। আজ (০৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান, পরিচালক (প্রযোজনা) সোহাইলা আফসানা ইকো, পরিচালক (প্রশিক্ষণ) খন্দকার রেজাউল হাশেম প্রমুখ। দেশসেরা কালচারাল অফিসার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও পঁচিশ হাজার টাকার একটি চেক তুলে দেয়া হয় সিলেট শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের হাতে।

মূলত সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা, দায়বদ্ধতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং সেবা প্রদানে গতিশীলতা আনয়নসহ সামগ্রিক অবদানের স্বীকৃত স্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *