সিলেটের সওজ কর্মকর্তাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে এমপি ড. একে আব্দুল মোমেন এমপি ক্ষুব্ধ হয়ে সিলেটের সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্মর্তাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন।
মন্ত্রী বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০ সালে বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক উন্নয়নের প্রকল্প গ্রহণ করেছিলেন। কিন্তু এখনো শেষ হয়নি। ১২ বছরে ১২ কিলোমিটার রাস্তার কাজ হয়নি। এটা সংশ্লিষ্টদের জন্য লজ্জার।
মঙ্গলবার (৫অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেয়া দুটি অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে তিনি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরোও বলেন, ১২ বছরে আগে এই সড়কের কাজ এখনো শেষ হয়নি। এটা সংশ্লিষ্টদের জন্য লজ্জার। আর আমাদের জন্য দুঃখ। যারা আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আর যারা এর দায়-াদয়িত্বে তাদের লজ্জা হওয়া উচিত। মাত্র ১২ কিলোমিটার সড়ক এতো বছর লাগবে কেন? তাদের মাথা হ্যাট হওয়া উচিত।তারা চাকুরি ছেড়ে দেওয়া উচিত।
Related News

সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে সিলেট ট্যুরিস্ট ক্লাব
সিলেটের ঐতিহ্যবাহী ভ্রমণ বিষয়ক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট ট্যুরিস্ট ক্লাব সরকারি নিবন্ধন পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশRead More

বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে রেইনবো ন্যাশন গঠন করবো, এম এ মালিক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামীRead More