সিলেটের সওজ কর্মকর্তাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে এমপি ড. একে আব্দুল মোমেন এমপি ক্ষুব্ধ হয়ে সিলেটের সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্মর্তাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন।
মন্ত্রী বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০ সালে বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক উন্নয়নের প্রকল্প গ্রহণ করেছিলেন। কিন্তু এখনো শেষ হয়নি। ১২ বছরে ১২ কিলোমিটার রাস্তার কাজ হয়নি। এটা সংশ্লিষ্টদের জন্য লজ্জার।
মঙ্গলবার (৫অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেয়া দুটি অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে তিনি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরোও বলেন, ১২ বছরে আগে এই সড়কের কাজ এখনো শেষ হয়নি। এটা সংশ্লিষ্টদের জন্য লজ্জার। আর আমাদের জন্য দুঃখ। যারা আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আর যারা এর দায়-াদয়িত্বে তাদের লজ্জা হওয়া উচিত। মাত্র ১২ কিলোমিটার সড়ক এতো বছর লাগবে কেন? তাদের মাথা হ্যাট হওয়া উচিত।তারা চাকুরি ছেড়ে দেওয়া উচিত।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More