তদন্ত কর্মকর্তার পরিবর্তন চেয়ে পুলিশ সুপার ও ডিআইজি বরাবরে এক নারীর আবেদন
মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তনের দাবী জানিয়ে সিলেটের পুলিশ সুপার ও ডিআইজি বরাবরে আবেদন জানিয়েছেন এক অসহায় নারী।
জানাযায় গত ৩০ অক্টোবর পৃথক দুটি আবেদন করেন সিলেট নগরীর বাদাম বাগিছায় বসবাসরত বেদানা বেগম নামের এই নারী।
আবেদন সূত্রে জানাযা, গোলাপগঞ্জ থানার ফুলবাড়ী পূর্বপাড়ার মৃত আরব আলীর মেয়ে বেদানা বেগম। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী একজন প্রবাসী ছিলেন। প্রবাস থেকে দেশে আসার পর কিছু লোকের পরোচনায় যৌথুকের জন্য তাকে মারধোর ও অমানবিক নির্যাতন করেন। বাধ্য হয়ে গত ১৯ আগস্ট গোলাপগঞ্জ মডেল থানায় নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী) ২০০৩ এর ১১(গ)/ ৩০ ধারায় আখলিছ উদ্দিন, চান মিয়া, উভয় পিতা মৃত হামিদ আলী, শাহিন আহমদ, পিতা চান মিয়া, আফছারা বেগম, পিতা চান মিয়ার বিরুদ্ধে মামলা দিলে, মামলা এফ আই আর ভোক্ত হয়। উক্ত মামলার তদন্ত কর্মকর্তা নিয়োজিত হন এস আই সুরঞ্জিত সাহেব। মামলা এফ আই আর হওয়ার পর বিবাদীগন প্রকাশ্যে হুমকি দিলে বিষয়টি তদন্ত কর্মকর্তাকে জানালে তিনি আসামীদেরকে গ্রেফতারের কোন উদ্ধোগ নেননি। বরং তিনি বাদীকে বিভ্রান্ত করে আসছেন। যার ফলে বিবাদীগন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে মামলা প্রত্যাহারের জন্য বেদানা বেগম ও তার পরিবারকে হুমকি এবং চাপ প্রয়োগ করছে। গত ২০ সেপ্টেম্বর বিবাদী স্বামী আখলিছ উদ্দিন ও শাহিন আহমদ ৩-৪ জন অপরিচিত লোক নিয়ে আমার পিত্রালয়ে এসে ভয়ভিতি দেখিয়ে আসলে ২১ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করি যার নং ১০১৬। বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুরঞ্জিতকে অবগত করলে তিনি কোন গুরুত্ব দেননি। ফোন করলে কল কেটে দেন। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় গিয়ে এস আই সুরঞ্জিত সাহেবের সাথে আমার সাক্ষিসহ দেখা করলে আমার করা মামলাটি মিথ্যা বলে এস আই সাহেব ধমক দেন। এমতাবস্থায় ন্যায় বিচার পাওয়ার স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে একজন দক্ষ ও সৎ কর্মকর্তা নিয়োগ দিয়ে ন্যায় বিচার পাওয়ার দাবী জানান তিনি।
বাদী আরোও বলেন, দুই ছেলে সন্তানের জননী হয়ে এই বয়সে কোন নারী তার স্বামীর কাছ থেকে তালাক আশা করেনা। যৌথুক চেয়ে আমার উপর নির্যাতনের বিচার চাই। আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। তাহলে নারীরা সম্মান পাবে, মর্যাদা পাবে।
Related News
চার মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী
তেজগাঁও, মতিঝিল, পল্টন ও গাজীপুরের গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায়Read More
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরা”ই পণ্যের চালান জব্দ
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। সোমবার (৫Read More