হবিগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী সাইফুল ইসলাম (২২) স্কুল শিক্ষক রুকেয়া খাতুন (৩৬) নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ধুলিয়াখাল আমতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, শায়েস্তানগর এলাকার জামাল মিয়ার স্ত্রী আছমা (৩০), চুনারুঘাটের দেওন্দি এলাকার মৃত দেবান্দু’র ছেলে চন্দন কুমার দাশ( ৫০)। শায়েস্তানগর এলাকা ওয়াহিদুর রহমানের স্ত্রী মারিয়া (৩০) ও মেয়ে আরিয়া (৩)।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক এসআই সাইদুর রহমান জানান, হবিগঞ্জ শহর থেকে একটি যাত্রীবাহী বাস শ্রীমঙ্গল যাচ্ছে। পথিমধ্যে আমতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত পাঁচজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠালে সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
Related News

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬Read More

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে মঙ্গলবার (১১Read More