সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নির্মাণ কাজ শুরু

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নির্মাণ কাজ (১০ সেপ্টেম্বর) শুক্রবার সকাল সাড়ে ১১টায় শুরু হয়েছে।
উপলক্ষে হাসপাতাল নির্মাণের স্থান সিলেট শহরতলীর ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাজির গাঁওয়ে সকাল সাড়ে ১১টায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিডনি ফাউন্ডেশন সিলেটের মহাসচিব কর্নেল (অব) মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক, কিডনি ফাউন্ডেশন সিলেটের পরিচালক ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, ডা. নাজরা চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর ডা: কাজী মুশফিক আহমদ, পরিচালক ও কো-অর্ডিনেটর ফরিদা নাসরীন, ডা. মো. জাকির হোসেন, স্থপতি মোস্তফা শাহরিয়ার, ডা. এম. এ. মজিদ, স্থপতি জামিউল গণি ওসমানী, প্রজেক্ট ডিরেক্টর নিবাস চন্দ, স্থপতি মো. আরিফ হোসাইন, স্থপতি আহসানুল মুলক, প্রজেক্ট ম্যানেজার ওবায়েদ বিন বাছিত (সুমন), কিডনি ফাউন্ডেশন সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান রাসেল, দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ ও কিডনি ফাউন্ডেশন সিলেটের ম্যানেজার আতিকুর রহমান।
কিডনি ফাউন্ডেশন সিলেটের মহাসচিব কর্নেল (অব) মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক জানান, ২০২০ সালের ১৭ জানুয়ারি সিলেট শহরতলীর ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাজির গাঁওস্থ স্থানে প্রায় আড়াই বিঘা জমির উপর ১০০ কোটি টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট ১৫০ শয্যার সিলেটের কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। কিডনি ফাউন্ডেশন সিলেট ফেব্রুয়ারি ২০১৮ইং সাল থেকে সিলেট নগরীর উপশহরে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করে সিলেটের জনগণের ও কিডনি রোগীদের এক অভূতপূর্ব সেবা প্রদান করে আসছে। মাসে ১ হাজারেরও অধিক কিডনি রোগীদের সুলভ মূল্যে এবং ৫০% রোগীকে বিনা মূল্যে সেবা দিয়ে আসছে।
তিনি বলেন, গত জুন ২০২০ইং সালে যখন সিলেটে করোনা রোগীদের দুর্ভোগ শুরু হয় তখন কিডনি ফাউন্ডেশন সরকারের সহযোগিতায় ২টি উপজেলা হাসপাতাল যা বন্ধ অবস্থায় ছিল যন্ত্রপাতি, সরঞ্জামাদি, জনবল দিয়ে অতি অল্প সময়ের মধ্যে চালু করে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেরিত সচিব লোকমান হোসেইন, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক-এর সহযোগিতায় খাদিমনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ শয্যার হাসপাতাল এবং দক্ষিণ সুরমার উপজেলা হাসপাতাল চালু করে জনগণকে সেবা প্রদান করে। এই প্রতিষ্ঠান ২/৩ বৎসরে সিলেটের মানুষের একটি অতি আস্থাবাজন প্রতিষ্ঠানে পরিণত হয়। কিডনি ফাউন্ডেশন সিলেটের ট্রাষ্টি বোর্ডের এবং অভিভাবক হিসেবে যারা সর্বদা সহযোগিতা করে যাচ্ছে তাদের মধ্যে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মেজর জেনারেল আজিজুর রহমান (বীর উত্তম), ডা. আব্দুল মুবিন, প্রফেসর হারুন-অর-রশিদসহ আরও অনেকে।
তিনি জানান, এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা প্রফেসর শহীদ শামসুদ্দিন আহমেদের পুত্র কিডনি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর জিয়াউদ্দিন আহমদ, কিডনি ফাউন্ডেশনের মহাসচিব কর্নেল (অব) মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক, কিডনি ফাউন্ডেশনের পরিচালক ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, ডা. এম. এ. মজিদ, ডা. কাজী মুশফিক আহমদ, ডা. নাজরা চৌধুরী, ইঞ্জিনিয়ার হাবিব আহসান বাবলু, ইঞ্জিনিয়ার মোস্তফা শাহরিয়ার, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, ইঞ্জিনিয়ার মিশফাক সামাদসহ দেশ-বিদেশের অনেক গুণীজন সম্পৃক্ত রয়েছেন। এ পর্যন্ত এই প্রতিষ্ঠানের পথ চলার সাথে ‘শহীদ শামসুদ্দিন আহমদ ট্রাষ্ট’ এবং কিডনি ফাউন্ডেশনের ট্রাষ্টিদের দান এবং সহযোগিতায় দিন দিন তাদের কর্মতৎপরতা বৃদ্ধি পাচ্ছে। এই হাসপাতালে আধুনিক চিকিৎসা ছাড়াও গবেষণা, প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ে গরীব রোগীদের সেবার অঙ্গীকার নিয়ে এগুচ্ছে।
তিনি আরও জানান, এবছর এর শুরুর দিক জানুয়ারি থেকে প্রতি ছয় মাস করে ডায়লাইসিস সেন্টারে হাতে কলমে শিক্ষা গ্রহণের লক্ষ্যে নার্সদের একটা গ্রুপ করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং শিক্ষানবিশ নার্সদের মাসিক স্টাইপেন্ড দেয়ার ব্যবস্থা করা হয়েছে। ট্রেনিং গ্রহণ শেষে তারা বিভিন্ন হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে নিজেদেরকে নিয়োজিত করেছে এবং তাদের কর্ম দক্ষতাকে সুনামের সাথে কাজে লাগাতে পারছে। এই ট্রেনিংকালীন সময়ে তাদেরকে আর্থিক অনুদান ও বৃত্তি প্রদান করে আসছেন আমেরিকা প্রবাসী কিডনি ফাউন্ডেশনের সক্রিয় সদস্য ডা. ফাতেমা আহমদ। কিডনি ফাউন্ডেশন সিলেটের মহাসচিব কর্নেল (অব) মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক এই স্বপ্ন-আশা বাস্তবায়নে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মানুষের সাহার্য্য-সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন।
Related News

সিলেটের সড়কে ঝরলো শিক্ষিকার প্রাণ, গুরুতর আহত বিজিবি সদস্য ভাই
সিলেটের জকিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা। এ ঘটনায় গুরুতর আহতRead More

সিলেট নগরের ৬ থানায় অনলাইন জিডি সেবা চালু
সাধারণ ডায়েরি (জিডি) করতে আর ঝামেলায় পড়তে হবে না সিলেট মহানগর এলাকার ছয়টি থানার বাসিন্দাদের।Read More