Main Menu

১৬ লক্ষ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সৌরঝড়

ফের সৌরঝড়ের মুখে পড়তে চলেছে পৃথিবী। বিজ্ঞানীদের ধারণা ছিল চলতি সপ্তাহের রবিবার কিংবা সোমবার পৃথিবীর ওপর প্রভাব ফেলতে পারে সৌরঝড়। কিন্তু সেই ধারণাকে উড়িয়ে দিয়ে বিজ্ঞানীদের দাবি, মঙ্গলবার অর্থাৎ আজই সম্ভবত পৃথিবীর উপর ওপর প্রভাব ফেলতে পারে ভয়ঙ্কর এবং অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন সৌরঝড়, যার প্রভাবে ব্যাহত হতে পারে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা। ভেঙে পড়তে পারে রেডিও সিগন্যাল ব্যবস্থাও। প্রভাব পড়তে পারে ইন্টারনেট পরিষেবা, জিপিএস কিংবা মোবাইলে সিগনালের ওপর। নাসার বিজ্ঞানীদের দাবি, এই ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় অন্তত ১৬ লক্ষ কিলোমিটার।

এর আগে বিশ্বের ওপর সৌরঝড় প্রভাব ফেলেছিল ঠিক ১৭ বছর আগে। সেই সময় পৃথিবী সৌর ঝড় দেখেছিল, তখন প্রযুক্তি এতটাও উন্নত ছিল না, ফলে প্রযুক্তিগতভাবে আমরা সেরকম কোনও সমস্যা বুঝতে পারিনি। কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা প্রযুক্তিগতভাবে অনেক বেশি ডিভাইসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। গত ২০২০ সালে সূর্য তার ১১ বছরের নতুন সাইকেল শুরু করে। এই সাইকেল ২০২৫ সালে চরম পর্যায়ে পৌঁছবে। এই পরিস্থিতিতে আজ ফের আমরা সৌরঝড়ের সম্মুখীন হতে চলেছি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *