বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই তামিম ইকবাল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
স্কোয়াডে মোট ১৫ জনকে রাখা হয়েছে। এছাড়া সংরক্ষিত তালিকায় আছেন আরও দুইজন ক্রিকেটার।
দেখে নিন বাংলাদেশের স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান,তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী।
রিজার্ভে আছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও পেসার রুবেল হোসেন।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ দল নিয়ে বলেন, আপাতত প্রথম রাউন্ডে সফল হতে চাই, এরপর ধাপে ধাপে এগুনোই এই দলের লক্ষ্য।
Related News

আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন ৪০ রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হত
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন আরো অন্ততRead More

রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More