Main Menu

স্কুলে পাঠদানের সময়সূচি নিয়ে নতুন নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর নির্দিষ্ট শ্রেণীতে প্রতিদিন দু’টি ক্লাস হবে। এর মধ্যে ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন ক্লাসে আসবে।

বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

এতে আরো কিছু বিষয় বিবেচনা করে ক্লাসের সময়সূচি প্রণয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরুর অনুমতি দিয়েছে সরকার। এরই আলোকে সময়সূচি প্রণয়নের নির্দেশনা দেয়া হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *